Father: Dr. Mohammad Nurul Huda
Mother: Akter Jahan
Spouse: Lutfun Nahar Leena
Siblings: 7 Brothers, 2 Sisters
Children: 1 Daughter and 1 Son
Email: barrister.monwar@gmail.com
Place of Birth: Muradpur, Chattagram
কর্ণফুলী নদীর উপর দিয়ে কালুরঘাট নতুন সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট নাগরিক ফোরামের চেয়ারম্যার ব্যারিস্টার মনোয়ার হোসেনের নির্দেশনায় সংগঠনের মহসাচিব মো. কামাল উদ্দীনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। এসময় চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কাজী গোলাফুর রহমান, কামরুল ইসলাম, এডভোকেট সেলিম চৌধুরী, নারী নেত্রী জিন্নাত আরা ঝিনুক, কবি তসলিম খাঁ, মোহাম্মদ সোলায়মান, সিআরবি আন্দোলনের নেতা পংকজ কুমার, মোহাম্মদ আলী, হাসান মিয়া প্রমুখ। স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, কালুরঘাটের নতুন সেতুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দেয়া স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী নিকট যথা সময়ে পেরণ করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। আমি আশা করি তিনি আপনাদের দাবিটা আমলে নেবেন। স্মারকলিপি প্রদানকালে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভায় এ বিষয়ে বক্তব্য প্রধান করবেন। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা পোষণ করছি, তিনি ঐদিন কালুরঘাটের নতুন সেতু বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
উল্লেখ্য কালুরঘাটের বর্তমান সেতুটি কর্ণফুলী নদীর উপর দিয়ে ১৯৩৪ সালে নির্মৃত হয়। সেই সেতুটির উপর দিয়ে ঝুকিঁপূর্ণ অবস্থায় চলাচল করতে মানুষ বাধ্য হচ্ছে। সেতুন মেয়াদউর্ত্তীণ হয়েছে বহু বছর আগেই। যে কোন মহুর্তে বড় ধরণের দুঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এ সেতুর যানজটে পড়ে বিড়ম্ভনার শিকার হচ্ছে। তাই সেতুন দ্রুত বাস্তবায়নে দক্ষিণ চট্টগ্রামবাসীর গণদাবিতে পরিণত হয়েছে।