গতকাল চট্টগ্রাম নাগরিক ফোরামের বোয়ালখালী থানা কমিটি গঠন উপলক্ষে এক সুধী সমাবেশে।
গতকাল চট্টগ্রাম নাগরিক ফোরামের বোয়ালখালী থানা কমিটি গঠন উপলক্ষে এক সুধী সমাবেশে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, প্রস্তাবিত নতুন কালুরঘাট সেতু অবিলম্বে বাস্তবায়ন ও দেশের সবচেয়ে অবহেলিত এলাকা বোয়ালখালীর পরিকল্পিত উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে | তিনি বলেন, জরাজীর্ণ কালুরঘাট সেতুটি নতুন করে সড়ক-রেল সেতু নির্মাণের জন্য ১৯৯০ ইং সালে বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করে আমরা প্রথম দাবী তুলেছিলাম এবং রেল মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছিলাম।দু:খের বিষয়ে, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অনেক আগেই আশা দিলেও এখনো বাস্তবায়ন শুরু হয়নি যদিএ সদ্য প্রয়াত সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ বলেছিলেন এবছরের ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেক আন্তরিক, এবং এটাই সুযোগ, বোয়ালখালীকে তাঁর আশীর্বাদ পুষ্ট হয়ে যথাযথও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য , আর চট্টগ্রামকে পৃথিবীতে একটি উন্নত মহানগর হিসেবে তৈরি করতে। ব্যারিস্টার মনোয়ার আরো বলেন চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা সমাধান, যানজট নিরসন,শব্দ দূষণ থেকে মানুষকে মুক্ত করা, এমনকি চট্টগ্রামের পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য নাগরিক ফোরাম কাজ করে যাবে ।
বিশিষ্ট মানবাধিকার কর্মী আকতার হোসেনের সভাপতিত্বে গোমদন্জীর বিআরডিএ হলে অনুষ্ঠিত
এই সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক আবুল ফজল বাবুল, প্রাক্তন ছাত্র নেতা মোহিবুল্লাহ খান, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, ইমন আহমদ, মোহাম্মদ নূর প্রমুখ।
সুধী সমাবেশ শেষে বিশিষ্ট সমাজসেবী ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সুব্রত দত্ত রাজুকে সভাপতি, মানবাধিকার কর্মী আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক, আহমেদকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক পূজন সেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের চট্টগ্রাম নাগরিক ফোরামের বোয়ালখালী থানা কমিটি গঠন করা হয়। কমিটিতে পরবর্তীতে আরো বিশিষ্টজনদের সংযোজন করা হবে বলে জানানো হয় ।