চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
_______
ক্ষতিকর লবণাক্ততা মুক্ত নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত চাই - ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন - ব্যারিস্টার মনোয়ার
____________
আজ (২৬ এপ্রিল বুধবার) দুপুরে চট্টগ্রাম নগরীতে লবণাক্ততা মুক্ত নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসা ভবনে ব্যাবস্থাপনা পরিচালকের কাছে স্মারক লিপি প্রদান করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, থানা ও ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১২ নাগাদ চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন প্রাঙ্গণে মানববন্ধন চলাকালীন এক সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, "তিনমাস যাবত ক্ষতিকর লবণাক্ত পানি জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। নিরাপদ খাবার পানির জন্য মানুষ সংকটে রয়েছে। তাই সবার জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার জন্য করার আহবান রইল। আমরা অত্যান্ত উদ্বেগের সংঙ্গে লক্ষ্য করছি যে, নগরীতে বেশ কিছু এলাকায় ওয়াসার পানি সরবরাহ হ্রাস পেয়েছে ও একই সাথে সরবরাহকৃত পানিতে অতি মাত্রায় লবনাক্ততা দেখা যাচ্ছে। গত তিন মাস অগ থেকে ওয়াসার পানিতে অতি মাত্রায় লবনাক্ততার বিষয়টি নজরে আসার পরও এযাবৎ সমস্যাটি সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে চট্টগ্রাম ওয়াসার ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ওয়াসা অনতিবিলম্বে এ সমস্যার সমাধানে ব্যর্থ হলে চট্টগ্রাম নাগরিক ফোরাম আপামর চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে
বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।
ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় এতে আরো
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবার কমিটির চেয়ারম্যান ও জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর সন্তান জসিমউদদীন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এম. মনসুর আলম, আওয়ামী লীগ নেতা মাসুদ খান, কে এম শহীদুল্লাহ প্রমুখ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সাংবাদিক ইমতিয়াজ শাওন, তশলিম খাঁ, মহিলা সংগঠক কুসুম আকতার, সাবেক ছাত্রনেতা হানিফ হোসেন রণি, এডভোকেট আসাদুজ্জামান, সংগঠনের চান্দগাঁও থানা সভাপতি গোলাম রসুল মান্নান, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী আকতার হোসেন, সৈয়দ মাহবুবুল আলম,
রাশেদুল ইসলাম ইমন, অপু ধর রাজু, আবদুল কাদের প্রমূখ।
ব্যারিস্টার মনোয়ার হোসেন আরো বলেন, "চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্পে শত শত কোটি টাকা খরচ করা হলেও খাবার পানি লবণমুক্ত করতে কোনো ধরনের বাজেট রাখা হয়নি। নগরীতে ওয়াসার লবণ পানি পান করে অনেকেই পেটের পীড়াসহ নানা রোগে ভুগতে শুরু করেছেন। বিশেষ করে কিডনি, উচ্চ রক্তচাপ রোগীদের এই পানি পান করে শারীরিক জটিলতা বেড়েছে। এ পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে ব্যাহত করে এবং স্মার্ট বাংলাদেশের জন্য বেমানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে চট্টগ্রাম ওয়াসা ভবনে ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে ওয়াসা সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন।