প্রথম সংস্করণের সব কপি শেষ তাই দ্বিতীয় সংস্করণ নতুন বেশ কিছু সংযোজন ও আমার অতীতে প্রকাশিত কিছু লিখা নিয়ে ছাপানো শেষ জেনে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এটা একটা শুধু বই নয়, স্বৈরাচার বিরোধী শিক্ষা-গণতন্ত্রের আর জাতীয় অর্থনীতির মূল উৎস বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য আমাদের সেই সফল ৪৮ ঘন্টার হরতাল- অবরোধ সহ শত আন্দোলনের আর সরকারী আশ্বাসের দলিল এটি । এ ছাড়া আমার পেশাগত কিছু চ্যালেন্জিং ঘটনা, মক্কেলদের ও দলমত নির্বিশেষে এবিএম মহিউদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মাহমুদুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি সহ রাজনীতিক, ড: অনুপম সেন, প্রফেসর শায়েস্তা খান, প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর আবদুল মান্নানসহ
শিক্ষাবিদ ও নাসিরুল হক চৌধুরী, হেলালউদ্দীন চৌধুরী, জসিম চৌধুরী সবুজ, নাসিরুদ্দীন চৌধুরী, হাসান আকবর, রিয়াজ হায়দার, নাজিমুদ্দীন শ্যামল, হাসান ফেরদৌস সহ সিনিয়র সাংবাদিকদের কমেন্টস- লিখা ইত্যাদি আগের সংস্করণের মতোই থাকছে দেখে আরও ভালো লাগলো।
সম্পাদক জনপ্রিয় কন্ঠশিল্পী ও সমাজসেবী শাহরিয়ার খালেদ, প্রকাশক ও সংশ্লিষ্টদের অনেক ধন্যবাদ একটি ব্যতিক্রমী বই উপহার দেয়ার জন্য । যাঁরা এই বইয়ের একটি কপি পেতে আগ্রহী তাঁরা আসন্ন দ্বিতীয় সংস্করণ এর প্রকাশনা উৎসবে পাবেন অথবা এর আগে সম্পাদক বা আমার চট্টগ্রাম অফিস "হোসেন ল‘ এসোসিয়েটস", ৪ তলা, হাইওয়ে প্লাজা, সিডিএ এভিনিউ, লালখান বাজার থেকে পেতে পারেন ।